অদ্ভুত এক রাজনীতি চলছে দেশে - বিচারহীনতার রাজনীতি। তা না হলে কীভাবে মানুষ বারবার বিচার নিজেদের হাতে তুলে নেয়, কীভাবে কোন বিচার ছাড়াই, সাক্ষ্য প্রমাণ ছাড়াই শুধু গুজবের উপর ভিত্তি করে মানুষ মানুষকে পুড়িয়ে মারতে পারে, মানুষ মানুষের বাড়িঘর পুড়িয়ে দিতে পারে। যেন এক অন্তহীন দুঃসময়। ভোরের আলো এখানে আসে না, দুঃস্বপ্নের রাত শেষ হয় না।
একি বেওয়ারিশ সময়? মালিকবিহীন ঘটনা প্রবাহ? সরকার, প্রশাসন এরা কি সব ঠুঁটো জগন্নাথ? দেশের মানুষের প্রতি এদের কি কোনই দায়িত্ব নেই? আইন তো প্রথমত ও প্রধানত দুর্বলকে রক্ষা করার জন্য। কিন্তু আমরা কী দেখি? শাসক আজ শক্তের ভক্ত নরমের যম। কিন্তু শক্তের তোষামোদ করে আমরা কোথায় যাচ্ছি? আমরা কী ভুলে গেছি সমাজে সব সময়ই দুর্বল থাকবে, ঠিক যেমন থাকবে সবল। সমাজ তো একটা বিশাল চেইনের মত যেখানে প্রতিটি মানুষ একে অন্যের সাথে বিভিন্ন সম্পর্কে জড়িত। আজ যে লোকটা চেইনের শেষ প্রান্তে, যে লোকটা সবচেয়ে দুর্বল, তাকে কেটে ফেললে গতকালের অপেক্ষাকৃত সবল, অপেক্ষাকৃত নিরাপদ মানুষটা হবে আগামী কাল সবচেয়ে দুর্বল। এভাবে একটার পর একটা লিংক খুলে পড়বে। আর এভাবে পড়তে থাকলে সেদিন বেশি দূরে নয় যেদিন আপনার পালাও আসবে খুলে পড়ার, খসে পড়ার। তখন কিন্তু আপনাকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার কেউ থাকবে না। খুব বেশি দেরী হওয়ার আগে তাই ভেবে দেখুন আপনি কি আইন নিজের হাতে তুলে নিতে চান? আপনিও কি একদিন একই রকম বিচারহীনতার শিকার হতে চান? আপনারাই তো বলেন অন্যের প্রতি সে ব্যবহার করোনা যেটা তুমি অন্যের কাছ থেকে আশা কর না। তাহলে?
No comments:
Post a Comment