Sunday, November 22, 2020

বদলের বদলা

এশিয়া আফ্রিকার যুবক যুবতীরা নিজেদের ভাগ্য বদলাতে ইউরোপ আমেরিকায় পাড়ি জমায়। এদের অনেকেই নিজের জন্মভূমিকে ইউরোপ আমেরিকা করতে তো চায়ই না বরং এসব দেশে নিজ দেশের আইন কানুন চালু করতে চায়। এরা বুঝতে চায় না যে এসব দেশের উন্নতির মূল কারণগুলোর একটা মানুষের শক্তিতে আস্থা, অতীতের কুসংস্কার থেকে নিজেদের মুক্ত করা অর্থাৎ জীবনের প্রতি নিজেদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন করা। এরা নিজেদের না বদলিয়ে ভাগ্য বদলাতে চায় ফলে উপরটা বদলাতে পারলেও ভেতরে ভেতরে এরা সেই কুসংস্কারাচ্ছন্ন পশ্চাৎপদ মানুষই থেকে যায়।

দুবনা, ২২ নভেম্বর ২০২০

No comments:

Post a Comment