Saturday, November 14, 2020

অন্ধকারে আলোর খোঁজে

বাংলায় বারো মাসে তের পর্বন। দুর্গা পূজা শেষ হতে না হতেই বাড়ির উঠান জুড়ে আঁকা হত আলপনা লক্ষ্মীকে বরণ করতে। শত হলে ধন দৌলতের দেবী বলে কথা। লক্ষ্মী পূজার নারু মুড়কি শেষ হতে না হতেই বাড়িতে আসত প্যাকেট প্যাকেট মোমবাতি। সামনে কালি পূজা। মোমবাতির আলোয় ভরে উঠবে ঘরদোর। পরের দিন মোম কুড়ানো আর পেঁপের ডগায় মোম গলিয়ে নতুন মোম তৈরি। 

অন্ধকার হতে আমাকে আলোতে নিয়ে যাও - এ সব কথা থাকবে  বইয়ের পাতায়, মানুষ জ্ঞানের আলোর বদলে কিনবে মোমের আলো। সব ধর্মে, সব আদর্শে একই অবস্থা। শো মাস্ট গো অন। হ্যাঁ, আমরা কথায় কথায় বলব গ্রন্থে সব লেখা আছে, কিন্তু কখনোই সেই সাংকেতিক বার্তা উপলব্ধি না করে শুধু রিচুয়াল নিয়েই মেতে থাকব। মনের পশুকে নয়, বলি দেব বনের পশুকে,  প্রশ্ন করে আলোকে নয়, বিশ্বাস করে গ্রহণ করব অন্ধকারকে। 

দুবনা, ১৪ নভেম্বর ২০২০ 



No comments:

Post a Comment