Wednesday, November 25, 2020

পরীক্ষা

অফিস থেকে ফিরতে প্রায়ই রাত হয়ে যায়। কখনও কখনও রাস্তায় দেখা হয় একদল গৃহহীন কুকুরের সাথে। ভয় না পেলেও এক ধরণের অস্বস্তি অনুভব করি। তাই ভাবলাম কুকুর তাড়ানোর কোন ডিভাইস কিনি। খোঁজ পেলাম আলি এক্সপ্রেসে। অর্ডার দিলাম। গতকাল হাতেও পেয়ে গেলাম। ব্যাটারিও কিনে ফেললাম সাথে সাথেই। কিন্তু সমস্যা হল কীভাবে সেটা টেস্ট করি। ওখানে দুটো অপশন - টর্চ আর কুকুর তাড়ুয়া। টর্চ কাজ করছে। কুকুর তাড়ায় শব্দ দিয়ে যেটা মানুষ শুনতে পায় না। তাই সেটা কাজ করে কি না জানার উপায় নেই। আজ অফিস থেকে ফেরার পথে কুকুরের দেখা মিলল না।  বাসায় নিজেদের একগাদি কুকুর। গুলিয়াকে প্রস্তাব দিলাম, রাজী হল না। বলে অন্যদের কুকুর খুঁজে টেস্ট করতে। দুই সপ্তাহের মধ্যে টেস্ট করতে না পারলে যদি ডিভাইসটা সত্যি সত্যি খারাপ হয় তাহলে ফেরত দেওয়ার উপায় নেই। তাছাড়া অন্যদের কুকুরের উপর টেস্ট করলে তারা যে তেড়ে আসবে না সেই গ্যারান্টিই বা কোথায়? ডিভাইস তো নয় তাবিজ - শুধুই বিশ্বাস।  ঝামেলা মুক্ত হতে গিয়ে কত ঝামেলাই যে পোহাতে হয়! 


দুবনা, ২৫ নভেম্বর ২০২০ 




No comments:

Post a Comment