Sunday, November 22, 2020

আদর্শ বনাম আনুগত্য

বন্ধু তপনের স্ট্যাটাসে দেখলাম শিশুলীগের পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা জানানো হয়েছে। এটা আমাকে সোভিয়েত আমলের কথা মনে করিয়ে দিল। তখন সেখানে কমিউনিস্ট পার্টির সাথে সাথে ছিল কমসোমল, পাইওনীয়ার আর অক্তিয়াব্রিয়াতা। অক্তিয়াব্রিয়াতা ছিল শিশুদের মানে প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সংগঠন।  এ ছাড়াও ছিল বিভিন্ন গণসংগঠন। এখন বাংলাদেশের দিকে তাকালেও প্রায় একই অবস্থা দেখি। চারিদিকে শুধু লীগ আর লীগ। তবে এটাও সত্য বাংলাদেশে শুধু লীগই নয়, বিভিন্ন রাজনৈতিক মতবাদ এবং দল বিদ্যমান। সমাজের অধিকাংশ মানুষকে বিভিন্ন ভাবে সমাজতান্ত্রিক আদর্শের আওতায় এনেও সোভিয়েত ইউনিয়নের কমিউনিস্ট পার্টি তাদের সেই শিক্ষায় শিক্ষিত করতে পারেনি। ফলাফল ১৯৯১ সালে সমাজতান্ত্রিক সোভিয়েত ইউনিয়নের পতন। তাহলে কী ছোটবেলা থেকে আদর্শগত শিক্ষার দরকার নেই? আছে, তবে অন্যভাবে। আমাদের সব দেশে কোন দল ক্ষমতায় এলে প্রথমেই যেটা করে তা হল সব কিছুর দলীয়করণ। এ যেন নির্বাচনে জিতে পাঁচ বছরের জন্য ক্ষমতার বা প্রশাসন চালনার অধিকার লিজ নেওয়া নয়, আজীবনের জন্য এসব অধিকার কিনে নেওয়া। তাই  প্রথমেই যে চেষ্টা করা হয় তা হল জনগণের দলীয়করণ। এর ফলে মানুষ আর মানুষ থাকে না, হয় বিভিন্ন দলের লাঠিয়াল বাহিনী। যেহেতু "আদর্শ ধারণ" করতে আমরা বুঝি দলের বা নেতৃত্বের প্রতি আনুগত্য তাই আদর্শ শিক্ষা দেবার ব্যাপার থাকে না, দলের খাতায় নাম লেখালেই মানুষ সেই আদর্শের অনুসারী হয়ে যায়। ফলাফল - ক্ষমতার সাথে সাথে এসব অনুগতরাও ভোটের পরে বেহাত হয়ে যায়। আসলে দলীয় শিক্ষা না দিয়ে সরকার যদি শিশুদের দেশপ্রেম শিক্ষা দিত তাহলে মানুষ একদল থেকে আরেক দলে যেত না, ক্ষমতায় যে দলই থাকুক না কেন, তারা দেশের জন্য কাজ করার চেষ্টা করত। আর দেশের অধিকাংশ মানুষ যখন সত্যিকারের দেশপ্রেমী হয় তখন চাইলেই দেশের গতিকে ঘুরিয়ে দেওয়া যায় না, চাইলেই ত্রিশ লক্ষ মানুষের রক্ত বৃথা হতে দেওয়া যায় না। আর তার জন্য দরকার সঠিক শিক্ষা ব্যবস্থা। একদিকে আমরা একাত্তরের চেতনা বিক্রি করব, অন্যদিকে দেশের শিক্ষা ব্যবস্থার এক বিরাট অংশে একাত্তর বিরোধী চেতনা   শেখানো হবে - এভাবে তো আর জাতি গঠন করা যায় না। আওয়ামী লীগ যদি সত্যিকার অর্থেই একাত্তরের চেতনার বিকাশ চায়, বঙ্গবন্ধুর আদর্শকে সামনে রেখে দেশ গড়তে চায়, তার উচিৎ এসব লীগ না করে দেশের শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানো - যার ভিত্তি হবে স্বাধীনতা সংগ্রাম থেকে জন্ম নেওয়া চার নীতি।     


দুবনা, ২২ নভেম্বর ২০২০ 




No comments:

Post a Comment