আজ ঘুম থেকে উঠতে দেরী হয়ে গেল। অফিসে যাব কি যাব না ভাবছি। টিভিতে দুপুরের খবর হচ্ছে। হঠাৎ শুনলাম মিখাইল মিশুস্তিন মানে রাশিয়ার প্রাইম মিনিস্টার দুবনা এসেছেন আমাদের ইনস্টিটিউটে। এখন লিখতে গিয়ে নামটা কিছুতেই মনে করতে পারছিলাম না, গুলিয়াকে জিজ্ঞেস করলাম ও মিশুস্তিন বললেও তিনি মিখাইল কিনা মনে করতে পারল না, নেটে দেখতে হল। যাহোক, কথাটা আমাদের অজ্ঞতা নিয়ে নয়। গতকালও এ ব্যাপারে জানতাম না। আজ উনি এলেন, রাস্তাঘাটে কোন বিশেষ লক্ষণ চোখে পড়ল না। অনেক আগে, ২০০৮ সালে তৎকালীন প্রধানমন্ত্রী কাম প্রেসিডেন্ট ইলেক্ট দ্মিত্রি মেদ্ভেদেভ দুবনা এসেছিলেন, তখন অবশ্য কয়েকজন পুলিশ দেখেছিলাম। রাশিয়া বিশ্বের প্রথম সারির দেশ। প্রধানমন্ত্রী দেশের দ্বিতীয় ব্যক্তি। কিন্তু এই যে এলেন, চলে গেলেন - সাধারণ মানুষ জানল না, একটা বাজিও ফুটল না। অনেকটা চোরের মত এসে চোরের মতই পালিয়ে গেলেন। অথচ আমাদের দেশের প্রধানমন্ত্রী তো দূরের কথা, মন্ত্রী, এমন কি এম পি এলেও অনেক আগে থেকেই কত প্রচার চলত, কত তোরণ গড়া হত। রাস্তা ঘাট পরিস্কার করা হত। কষ্টই লাগছে মিশুস্তিনের জন্য - আমাদের ইউপি চেয়ারম্যানের যে দাম সেটা পর্যন্ত নেই। দুবনাবাসীদের জন্যেও খারাপ লাগছে এজন্যে যে রাস্তাঘাট সাজানোর একটা সুযোগ এভাবে মাঠে মারা গেল। বিঃদ্রঃ উনি এসেছিলেন আমাদের ইন্সটিটিউটে যে নতুন কলাইডার তৈরি হচ্ছে সেটা উদ্বোধন করে। এটা হবে বিভিন্ন দিক থেকে CERN এর LHC এর সমকক্ষ, কোন কোন ক্ষেত্রে আরও বেশি অগ্রনী।
No comments:
Post a Comment