কোথায় যেন পড়েছিলাম সবচেয়ে ভালো ছাত্ররা ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিজ্ঞানী - এসব হয়, মধ্য মাণের ছাত্ররা হয় আমলা যারা ডাক্তার, ইঞ্জিনিয়ারদের টাকা অনুমোদন করে, মোটামুটি পাশ করা ছাত্ররা রাজনীতি করে আর আমলাদের নিয়ন্ত্রণ করে, যারা ফেল করে তার হয় মাস্তান, নিয়ন্ত্রণ করে রাজনীতিবিদদের। এখন দেখছি আরও একটা ক্যাটাগরি যোগ করতে হবে। যারা স্কুলের গণ্ডি পার হয়নি বা স্কুলেই যায়নি, তারা হয় মন্ত্রী!
অবশ্য জো হুজুর বলার জন্য লেখাপড়া করার দরকার আছে কি না সেটাও ভেবে দেখা দরকার।
দুবনা, ১০ আগস্ট ২০১৯
No comments:
Post a Comment