Wednesday, August 21, 2019

কথা

অনেক দিন পর এক বন্ধুর সাথে দেখা। দেখেই মনে হল ওর মন খারাপ, তাই জিজ্ঞেস করলাম

কিরে, মনের আবার ডেঙ্গু হল নাকি?
না রে দোস্ত, ডেঙ্গু না। এমনিতেই।
এমনি কিছু হয়না, কারণ লাগে। ফিজিক্সে তাই বলে।
ওই ছেলেটার কথা মনে আছে তোর?
থাকবে না কেন? কি হয়েছে?
না, তেমন কিছু না। এক সময় খুব বিপদে ছিল। প্রায়ই আসত, ফোন করত। সে সময় টাকাপয়সা দিয়ে আর বিভিন্ন ভাবে প্রচুর হেল্প করেছি। ওর যে বর্তমান ব্যবসা, সেটাও তো আমিই দাঁড় করিয়ে দিই ক্যাপিটাল দিয়ে, খদ্দের যোগাড় করে দিয়ে।
সে তো খুব ভাল করেছিস। ও শুনলাম এখন খুব ভাল করছে। ব্যবসা নাকি রমরমা।
সেটাই তো কথা। অনেক দিন পরে সেদিন দেখা হল, চিনতেই পারলো না। নিজেই আগ বাড়িয়ে জিজ্ঞেস করলাম
কি হে, কী খবর? কেমন আছ?
ঈশ্বরের কৃপায় ভালই আছি। আপনি ভাল?
তা তোমার ঈশ্বর বছর দু তিন আগে কৃপা করলে আমিও তো একটু ভাল থাকতে পারতাম। তোমারও এত খড়কুটো পুড়াতে হত না।
সেটা তুই ভাল বলেছিস। কিন্তু তোর মন খারাপের কারণ কিন্তু বুঝলাম না।
বা রে, আমি নিজের কাজ বাদ দিয়ে ওকে দাঁড় করিয়ে দিলাম, এখন কিনা সব প্রশংসা ইশ্বরের?
দেখ, আমি অনেককে জানি, যারা সারা জীবন মাথার ঘাম পায়ে ফেলে নিজের পায়ে দাঁড়িয়েছে, কিন্তু জিজ্ঞেস করলেই বলে ইশ্বরের কৃপায় ভাল আছি। আসলে মানুষ জাতটাই স্তাবক। কারণে অকারণে বসের গুনগান করা তার স্বভাব। ভাল কাজ তো আমরা খুব একটা করি না, আবার মৃত্যুও এড়াতে পারি না। তাই ইশ্বরের কানে একটু মধুর বার্তা ঢুকিয়ে দিই। কে জানে এতে স্বর্গের ভিসাটা পেলে পেয়েও যেতে পারি।

দুবনা, ২২ আগস্ট ২০১৯

No comments:

Post a Comment