Tuesday, August 20, 2019

আকার


ইন্টার্ভিউ বোর্ড।
প্রশ্নঃ আকার কি?
উত্তরঃ আকার তিন প্রকার। সাকার, নিরাকার এবং বেকার। আমি বেকার, ইশ্বর নিরাকার। কিন্তু আমি যখন চাকরি পেয়ে কার কিনব, তখন আমিও সাকার হব।
প্রশ্নঃ কিন্তু এখন আপনি সাকার হতে পারছেন না কেন?
উত্তরঃ দেখুন, চাকরি না থাকায় আমাকে প্রায়ই রুপ বদলাতে হচ্ছে, যাকে বলে মেরুদন্ডহীন। জানেন তো যাদের মেরুদন্ড নেই তারা কখনোই নির্দিষ্ট আকার ধারণ করতে পারে না। তাই আমি আকার বিহীন, কিন্তু নিরাকার নই, বেকার।

দুবনা, ২১ আগস্ট ২০১৯

No comments:

Post a Comment