Thursday, August 8, 2019

রবির আলো


বিগ ব্যাং থেকে শুরু করে সময়ের এই অনন্ত যাত্রায় মানুষ তার অল্প দিনের সঙ্গী মাত্র। সবার ক্ষেত্রে এই যাত্রা জন্ম দিয়ে শুরু হলেও অধিকাংশের ক্ষেত্রে সেটা তাদের মৃত্যুর মধ্য দিয়েই শেষ হয়ে যায়, যদিও তাদের বংশধররা আরও কিছুদিন তাদের বাঁচিয়ে রাখে নিজেদের স্মৃতিতে। ক্ষণজন্মা রাজনীতিবিদ বা ধর্মগুরু নিজেদের অনুসারী বা দল রেখে যান তাঁদের চিন্তাকে সামনে নিয়ে যেতে। অনেকে লিগ্যাসি হিসেবে রেখে যান দেশ। আর কবি, সাহিত্যিক, শিল্পী, বিজ্ঞানী অর্থাৎ সৃজনশীল মানুষ রেখে যান তাঁদের কাজ। কারো কারো কাজ হয় কালোত্তীর্ণ,  যুগের পর যুগ ধরে মানুষকে আশার আলো দেখায়, তাদের জীবনকে প্রভাবিত করে এই সব মানুষের কাজ। তবে এদের সংখ্যা একেবারেই নগন্য। এঁদেরই একজন রবীন্দ্রনাথ ঠাকুর, যিনি ২২ শে শ্রাবণ নশ্বর দেহ ত্যাগ করলেও রয়ে গেছেন কোটি হৃদয়ে তাঁর গানে, কবিতায়, সুরের মূর্ছনায়।   
দুবনা, ০৮ আগস্ট ২০১৯ 


No comments:

Post a Comment