আজ ১৫ আগস্ট, ঠিক ৪ বছর আগে এ দিনে লিখেছিলাম একটি স্বপ্নের মৃত্যুর কাহিনী। ফেসবুকের কল্যাণে সেটা আবার ফিরে পেলাম।
একটা স্বপ্নের মৃত্যু
আজ ১৫ই আগস্ট। ১৯৭৫ এ এই দিনে একটি স্বপ্নের মৃত্যু হযেছিল - মৃত্যু হযেছিল সোনার বাংলার, মৃত্যু হযেছিল জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সব বাঙালীদের জন্য একটি সোনার দেশ গড়ে তোলার স্বপ্নের। ৭৫ এ যদি স্বপ্নের মৃত্যু হয়ে থাকে তবে আজকে মৃত্যু হচ্ছে আমাদের স্বত্বার - ভোট আর ক্ষমতার লোভে আমরা একটার পর একটা স্বাধীনতার স্তম্ভ উপরে ফেলছি - লাল-সবুজের বাংলাদেশ কখন যে চাঁদ-তারায় ভরে গেছে টেরই পাইনি।বঙ্গবন্ধু দেশের জন্য অনেক কিছুই করেছিলেন - তবে সব থেকে বড় যে কাজটি তিনি করেছিলেন - তা হলো বাঙালি জাতিকে স্বাধীনতার স্বপ্ন দেখানো। এখনো বঙ্গবন্ধুর দেশ আছে, দল আছে - কিন্তু স্বপ্ন দেখানোর লোক নেই। স্বপ্ন দেখে রোমান্টিক মানুষ, যে রিস্ক নিতে ভয় পায়না, যে হাসতে হাসতে যেমন বাঁচতে পারে, মরতেও পারে তেমনি হাসতে হাসতে। আপোষ করে স্বপ্ন দেখা যায়না - আপোষ করে স্বপ্ন দেখানোও যায়না। ১৯৭১ এ আপোষ করলে বঙ্গবন্ধু আজ হয়ত বেঁচে থাকতেন - কিন্তু তাহলে বাংলাদেশ হতো না। তেমনি স্বাধীনতার বিরোধী যারা তাদের সাথে আপোষ করলে হয়তো আরো দুএক টার্ম ক্ষমতায় থাকা যাবে - কিন্তু তাতে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়া যাবে না কখনো।
দুবনা, ১৫ আগস্ট ২০১৫
কিন্তু ৪ বছর পেরিয়ে গেলেও, বঙ্গবন্ধুর দল আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেও স্বপ্ন দেখার বা দেখানোর মানুষের আগমন ঘটছে না। আজকাল প্রায়ই বলতে শুনি "বঙ্গবন্ধুর ব্যাপারে কোন আপোষ করার সুযোগ নেই।" কথাটা অনেকেই মন্ত্রের মত জপছেন আজকাল। আর সেখানেই বিপদ। কেননা বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ না করেও জয় বাংলা, জয় বঙ্গবন্ধু শ্লোগানের স্রোতের টানে অনেক স্বাধীনতা বিরোধী, বঙ্গবন্ধুর আদর্শ বিরোধী লোকেরা ধরছেন নৌকার হাল। আমাদের বুঝতে হবে বঙ্গবন্ধু বেঁচে থাকতে পারেন শুধু তাঁর আদর্শের মধ্য দিয়ে, তাঁর স্বপ্ন বাস্তবায়নের মধ্য দিয়ে। আর সেটা করা সম্ভব শুধু মাত্র তাঁর আদর্শের সাথে কম্প্রমাইজ না করে। মানুষকে ভক্তি করা খুব সোজা, আমাদের দেশে ভক্তি আজকাল চামচাগিরির পর্যায়ে দাঁড়িয়েছে। আর সেটা অধিকাংশ মানুষ করে ব্যক্তি স্বার্থ হাসিল করতে। কিন্তু কারো আদর্শের সৈনিক হতে হলে, কারো সত্যিকারের অনুসারী হতে হলে তাঁর আদর্শকে ধারণ করতে হয়, ক্ষমতাই বলি আর রাজনৈতিক কৌশলই বলি কোন অজুহাতেই যা কিনা পণ্যে পরিণত করা যায় না। ১৫ আগস্টের প্রতিজ্ঞা হোক বঙ্গবন্ধুর চার স্তম্ভের প্রতি বিশ্বস্থ থাকার।
No comments:
Post a Comment