চুরি করা অন্যায়, তবে তার চেয়েও বেশি অন্যায় সেটা নিয়ে কথা বলা! কেন? চুরি করে গোপনে, কাউকে না জানিয়ে। এটা নিয়ে কথা হয় দিন দুপুরে, রেডিও, টিভি, সামাজিক মাধ্যম সব জায়গায়। অতীতের অনেক চোর এখন সমাজের মাথা, দেশের সম্পদ। এদের কলঙ্ক মানে দেশের দুর্নাম। এতে দেশের ভাবমূর্তি নষ্ট হয়, ভদ্র দেশের সাথে ভাব করতে সমস্যা হয়। সুতরাং স্পিকটি নট। মনে রেখো বোবার শত্রু নেই।
No comments:
Post a Comment