Wednesday, August 14, 2019

বুনো বুকেট

এ গ্রীষ্মে প্রথম বুনো ফুলের বুকেট করলাম। আমি বরাবরই সেটা করি, বিশেষ করে যখন দুবনায় একা থাকতাম। গুলিয়া আসার পর আর হয়ে ওঠেনা। প্রথমত আমি এসব করি ছবি তোলার জন্য তাই কাউকে দিই না, এ নিয়ে একটা মন খারাপের ব্যাপার থাকে। তাছাড়া অনেক সময় সাইকেল থেকে নামতে ইচ্ছে করেনা। আজ হলুদ ফুলগুলো দেখে আর লোভ সামলাতে পারলাম না, সারা পথ বিভিন্ন ফুল তুলতে তুলতে বাসায় ফিরলাম।
দুবনা, ১৪ আগস্ট ২০১৯


No comments:

Post a Comment