গতকাল অফিস থেকে বাসায় ফিরে দেখি বউ বেড়াতে এসেছে। নিজের কুকুরদের যন্ত্রণায় অতিষ্ঠ হলে আমার এখানে আসে। তিউনিসিয়া থেকে মনিকার আনা যে মিষ্টিগুলো আমি মস্কো থেকে এনেছিলাম, দেখি সেসব প্রায় শেষের পথে। এরপর চায়ের অর্ডার এল। ওরা বাসায় প্যাকেট চা খায়, আমি প্যাকেট চা তেমন পছন্দ করি না, দেশ বা ইন্ডিয়া থেকে পাঠানো চা করে খাই। তাই আমার বাসায় এলে সবাই সেটাই খেতে চায়। চা করে বউকে ক' চামচ চিনি জিজ্ঞেস করতেই এক পশলা কালবোশেখির ঝড় বয়ে গেল। ২৮ বছরে নাকি এটা জানার কথা ছিল। হয়তো বা। কিন্তু আমি তো ফর্মুলা ছাড়া কোন কিছু মনে রাখতে পারিনা। বউকে বললাম তার চায়ের চিনির পরিমানের একটা গাণিতিক সুত্র লিখে দিতে।
No comments:
Post a Comment