Saturday, August 17, 2019

পড়া পড়া খেলা

ক্রিস্টিনা বলল তলস্তয়ের "যুদ্ধ ও শান্তি" বইটা পাঠাতে।
তোর বই লাগবে, নাকি ফাইল পাঠাব?
আপাতত ফাইল পাঠাও, মস্কো এলে বই নিয়ে এসো।
ছোটবেলায় ওরা বই পড়তে পছন্দ করত, আমরাই হাতে বই ধরিয়ে দিতাম, পড়ত আমাদের পছন্দের বইগুলো। এখন নিজেরা নিজেদের ইচ্ছে মত পড়ে। রাশিয়ান ক্ল্যাসিক পড়তে চাইলে আমার কাছে চায়।
ক্রিস্টিনা কোথাও বেড়াতে গেলে ব্যাগ ভর্তি বই নিয়ে যায়। ও বেশ দ্রুত পড়ে। আমি যেহেতু ধীরে ধীরে পড়ি আর পড়ার ফাঁকে ফাঁকে ছবি তুলি বা অংক কষি, তাই হাতেগোনা কয়েকটা বই নিলেই চলে। এখন অবশ্য ই-বুক ব্যবহার করি।
মনিকা পছন্দ করে ডিটেকটিভ।
সেভার ইদানীং কালে কসমোলজির উপর আগ্রহ। গতকাল বলল আমার ডিএসসি থেসিস নিয়ে জানতে চায়। বাসায় আমি আমার কাজকর্ম নিয়ে কথা বলি না (কাজ যদিও বাসায়ই করি), এখন দেখি বলতেই হবে।
দুবনা, ১৭ আগস্ট ২০১৯


No comments:

Post a Comment