Tuesday, August 20, 2019

ব্যাংকার

একটু আগে মনিকা বাসায় ফিরলো বিরাট এক তরমুজ নিয়ে।
পাপা আমাদের এটা ভাগ করে দাও, আমি আর নাতাশা শেয়ারে কিনেছি।
ভাগ করে একটু চেখে দেখলাম, তেমন মিষ্টি নয়। এর মধ্যে ক্রিস্টিনা বাসায় ফিরলো।
পাপা, তোমার টাকাপয়সার কি অবস্থা?
সর্দি জ্বরের মাঝামাঝি। কেন?
আমি তোমাকে ঋণ ফেরত দিতে পারি।
তাই? কোনো অসুবিধা হবে না তোর?
না।
বলেই পাঁচ হাজার রুবেলের একটা নোট হাতে গুঁজে দিলো।
আমি তোর কাছে কত টাকা পাই?
তা তো জানি না।
আমিও জানি না।
ঠিক আছে রেখে দাও। সেভা আমার কাছে  এক হাজার টাকা পায় সেটা দিয়ে দিও।
ওটা সেভা নিয়ে নিয়েছে, বলেছে তুই ওর কাছ থেকে টাকা নিয়েছিলি। অসুবিধা নেই.। আমি ওকে এমনিতেই দিয়েছি।
আসলে আমি বাচ্চাদের টাকা ধার দিই না। ওরা ধার চায়, আমি দিয়ে দিই ফেরতের কথা না ভেবেই। এখন দেখছি ওরা ধার নেয়।
আমিও ব্যাংকার হয়ে যাচ্ছি।

মস্কো, ২০ আগস্ট ২০১৯

No comments:

Post a Comment