Tuesday, August 27, 2019

মানবতা

মানুষ যখন বিপদে পড়ে আপনার কাছে আসে সে তার বিপদ-আপদ, দুঃখ-কষ্ট, হতাশা-ক্রোধ সব সাথে নিয়েই আসে। আর তাদের সংখ্যা যদি হয় হাজার হাজার সে হয়ে ওঠে হিংস্র, অদম্য এমন কি অপরাজেয়। সে আপনার শান্তিকে, আপনার অপেক্ষাকৃত গোছালো জীবনকে ঘৃণা করে। যুদ্ধের আগুনে জ্বলন্ত মধ্যপ্রাচ্য থেকে আসা মানুষেরা ইউরোপে এটা দেখিয়েছে। বাংলাদেশে অন্য রকম ঘটবে তার কোন কারণ নেই। আমরা প্রায় ৫০ বছরে আটকে পড়া কয়েক লাখ বিহারীর সমস্যার সমাধান আদৌ করতে পারিনি, তাহলে কেন মনে হয় রোহিঙ্গাদের সমস্যার দ্রুত সমাধান করতে পারব? সমস্যাটা আন্তর্জাতিক, তাই বার্মার উপরে আন্তর্জাতিক চাপ সৃষ্টি করতে হবে আর বার্মাতেই তাদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। নইলে একদিন বার্মার মতই আমাদেরও রোহিঙ্গা বিরোধী অভিযানে নামতে হবে যেটা কোন মতেই কারোই কাম্য নয়। অন্যদের প্রতি মানবিক হতে গিয়ে যদি দেশের লোককে অনির্দিষ্ট কালের জন্য অমানবিক চাপে রাখতে হয় সেই মানবতা নিয়ে প্রশ্ন করার দাবী দেশবাসী রাখে।

দুবনা, ২৭ আগস্ট ২০১৯

No comments:

Post a Comment