Wednesday, October 16, 2024

রিসেট

আন্দোলনের সময় একটি ব্যানারে লেখা ছিল - জাতির পিতা ইব্রাহিম। বেশ কিছুদিন রিসেট বাটন নিয়ে বাজার গরম। নানা মুনির নানা মত। কেউ কেউ বললেন রিসেট মানে তো ফ্যাক্টরি কন্ডিশনে ফিরে যাওয়া। তবে সেই দিন তারিখ কেউ বলেনি। ৭ মার্চ ও ৪ নভেম্বরের পর আসবে ৫২ ও ৭১। এসব পেরুনোর পর ভয় হয় আমরা প্রাগৈতিহাসিক যুগে ফিরে না যাই। তবে এটা এক দিকে সেফ। অনেকটা বিগ ব্যাংয়ের মত। এর আগে আর যাওয়া যাবে না। 

দুবনা, ১৬ অক্টোবর ২০২৪

No comments:

Post a Comment