আপনাদের নিশ্চয়ই শালগমের গল্প মনে আছে? দাদু শালগম টেনে তুলতে ব্যর্থ হলে একে একে তাঁকে দাদী, নাতনি, কুকুর, বিড়াল সবাই সাহায্যের হাত বাড়িয়ে দেয়। এতেও ব্যর্থ হলে এগিয়ে আসে ইঁদুর আর শেষ পর্যন্ত বোঝার উপর শাঁকের আটির মত ইঁদুরই কাল হয় শালগমের জন্য। শালগমের পর এই অভিযানে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থও হয় কিন্তু এই নেংটি ইঁদুর। কুকুর বিড়াল শালগম খায় না। ঘরে ফসল তোলায় এখন সেটা দাদুর ঘরে যার ভাগ পাবে দাদী ও নাতনি। ইঁদুরের ভাগ্যে শিকে ছিঁড়বে না। অথচ শালগম না তুললে ও মাটি খুঁড়ে যখন খুশি তখন খেতে পারত। আমাদের বাম ও প্রগতিশীলদেরও আগস্ট বিপ্লবে এই নেংটি ইঁদুরের অবস্থা। তাদের প্রচেষ্টায় স্বৈরাচার উৎখাত হলেও শালগমের ভাগ তাদের ঘরে আসেনি, বরং এখন তাদের অস্তিত্ব নিয়ে প্রশ্ন দেখা দেবার সম্ভাবনা। হায়রে ইঁদুর!
দুবনা, ০৯ সেপ্টেম্বর ২০২৪
No comments:
Post a Comment