রাজনৈতিক সুবিধা অসুবিধা বিচার করে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ না করলে এক সময় নিজেকেও অন্যায়ের শিকার হতে হয়। যতদূর জানি বাংলাদেশে এখন জরুরি অবস্থা জারি করা হয়নি। তাহলে নিবন্ধিত প্রত্যেকটি রাজনৈতিক দলের অধিকার আছে রাজনীতি করার। আর যদি জরুরি অবস্থা জারি করা হয় তাহলে সব দলই রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাবার অধিকার হারায়। এখানে বেছে বেছে আইন প্রয়োগের সুযোগ নেই। শুনলাম সিপিবিকে নিষিদ্ধ করার জন্য আদালতের শরণাপন্ন হয়েছে সরকার। এখন লড়াইটা হবে একলার। সমন্বয়করা শুধু শ্রেণী শত্রু নয় সম্পূর্ণ বিপরীত আদর্শের। যেকোন ইস্যুতেই হোক না কেন এদের সাথে গাঁটছড়া বেঁধে কাজে নামলে এভাবেই ইজ্জত হারাতে হয়।
দুবনার পথে, ২৮ অক্টোবর ২০২৪
No comments:
Post a Comment