সারা বিশ্বই আমেরিকার নির্বাচন নিয়ে ব্যস্ত। যেন সেই নির্বাচনের ফলাফলের উপর নির্ভর করছে আমাদের ভাত কাপড়। কিন্তু যা সত্য তা হল - আমেরিকায় যেই জিতুক না কেন - আমরা সবাই খারাপ থাকব। কারণ আমাদের উপর তাদের খবরদারি একটুও কমবে না। তবে যেটা হতে পারে তা হল এই খারাপ থাকার সময়ের হেরফের - মানে আমাদের তারা তাড়াতাড়ি মেরে কষ্ট লাঘব করবে নাকি দীর্ঘ দিন ধরে কষ্ট দিয়ে মারবে। দিনের শেষে সবার গন্তব্য একটাই - নরক। তবে আমার মনে হয় আমেরিকার নির্বাচনে এবার যেই জিতুক না কেন সে দেশের সাধারণ মানুষের হারার সম্ভাবনা যথেষ্ট। অবাক হই ভেবে যে পৃথিবীর সবচেয়ে ধনী, প্রায় সর্বক্ষেত্রে সবচেয়ে দক্ষ মানুষের এই দেশের কেন এই অবস্থা? এটা গভীর চিন্তার বিষয়। এটা কি গণতন্ত্রের পরিনতি নাকি গণতন্ত্রহীনতার? সবকিছু যখন ঘড়ির কাঁটার মত চলে তখন মানুষ এতটাই আত্মবিশ্বাসী হয়ে ওঠে যে তার ঘড়িটা যে নষ্ট হতে পারে সেটাই ভাবতে পারে না। সব কিছুর মত গণতন্ত্র, মানবতা, বাক স্বাধীনতা - এসবকেও মাঝে মধ্যে প্রশ্ন করতে হয় - ওরা কেমন আছে, বেঁচে আছে তো?
দুবনা, ৩০ অক্টোবর ২০২৪
No comments:
Post a Comment