Thursday, October 10, 2024

স্বৈরাচার

এবারে আমেরিকার লটারিতে নাকি বাংলাদেশের লোকজন দরখাস্ত করার যোগ্যতা হারিয়েছে। প্রথমে ভাবলাম আমেরিকা নিশ্চয়ই বাংলাদেশকে নিজেদের ৫১ তম স্টেট হিসেবে ঘোষণা দিতে যাচ্ছে। এটা আমাদের প্রধান উপদেষ্টার জন্য একটা বিশাল বোনাস। পরে শুনলাম বিগত দিনে প্রচুর বাংলাদেশী আমেরিকায় পাড়ি জমিয়েছে। তাই এই শাস্তি। তার মানে স্বৈরাচারী শাসন থেকে পালিয়ে প্রচুর লোক আজ আমেরিকার নাগরিক। এটা তাদের জন্য অভিশাপ নাকি আশীর্বাদ সেটাই ভাবছি। নাকি যাকে বলে শাপে বর। তবে যাই হোক হাতে আরেকটা ইস্যু পাওয়া গেল স্বৈরাচারের মুণ্ডুপাত করার। উইন উইন সিচুয়েশন যাকে বলে।

দুবনা, ১০ অক্টোবর ২০২৪

No comments:

Post a Comment