কোন ধারণাকে ন্যায্যতা দেবার জন্য তার বিপরীত ধর্মী ধারণা সৃষ্টি করতে হয়। দিনের যেমন রাত, সাদার যেমন কালো, ভালোবাসার যেমন ঘৃণা, ঈশ্বরের তেমনি শয়তান। সাধারণত আমরা যখন স্বপক্ষে যুক্তি দিয়ে কোন কিছু প্রতিষ্ঠা করতে পারি না তখনই কাউকে বিপক্ষে দাঁড় করাই তার ভয় দেখিয়ে সাধারণ মানুষের মন জয় করতে। ঈশ্বরে ভক্তি জাগানোর জন্য তাই দরকার শয়তানের ভয় দেখানোর। রোনাল্ড রেগ্যান সোভিয়েত ইউনিয়নকে শয়তানের আখড়া বলেছিলেন। তখন মনে হয়েছিল রাজনৈতিক চাল, এর ভেতরের বিষয়বস্তু ততটা বুঝিনি। এখন বুঝি সেটা দরকার ছিল আমেরিকার দুর্বলতা ঢাকার জন্য। বিশেষ করে বিগত দুই দশক ধরে আমেরিকার রাজনীতিতে রাশিয়াকে জোর করে টেনে আনা হচ্ছে জনগণকে রাশিয়ার ভয় দেখিয়ে ভোটে জয় লাভের জন্য। সোভিয়েত ইউনিয়নের পতনের পর মনে হয়েছিল আদর্শগত লড়াই যখন শেষ এদের সাপ নেউলের লড়াই হয়তো এবার থামবে। কিন্তু ঘটনা দৃষ্টে মনে হচ্ছে এ লড়াই থামবার নয়। এমনকি রাশিয়া যদি নাও থাকে তারপরেও তাকে বানানো হবে যার বিরুদ্ধে কথা বলে জনমত গড়া যায়, নিজেদের ব্যর্থতা ঢাকা যায়। হ্যাঁ, যেকোনো মানুষের মতই যেকোনো দেশেরও একটা ঘাড় দরকার - অন্যের ঘাড় - যেখানে নিজের সব দোষের বোঝা চাপিয়ে নাকে তেল দিয়ে ঘুমানো যায়।
দুবনা, ২৫ অক্টোবর ২০২৪
No comments:
Post a Comment