এক বন্ধু কথা প্রসঙ্গে বলল
দেশে দ্রব্য মূল্য যে ভাবে বাড়ছে তাতে মানুষ কীভাবে বাঁচবে কে জানে?
এত ভয় পাবেন না। দেখবেন একটা লোকও মরবে না। এসবই ওয়েল প্ল্যানড মানে সুপরিকল্পিত।
বলেন কী? সুপরিকল্পিত ভাবে মানুষকে বিপদে ফেলার?
বিপদ কোথায় দেখলেন? এটা তো অতি ক্ষুদ্র এক বিষয়।
ক্ষুদ্র মানে?
এটা ডঃ ইউনুসের ক্ষুদ্র ঋণ প্রকল্পের নতুন অধ্যায়। এখন তিনি দেশের মানুষকে ঋণ দিয়ে সাহায্য করবেন। আর সুদের বোঝা যাতে সহনীয় হয় তাই আগে থেকেই গ্রামীণ ব্যাংককে পাঁচ বছরের জন্য কর দান থেকে মুক্তি দিয়েছেন। উনি তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন লোক তাই সাধারণ মানুষ ধরতে পারে না।
দুবনা, ২২ অক্টোবর ২০২৪
No comments:
Post a Comment