মস্কোর পথে, ১২ অক্টোবর ২০২৪
Saturday, October 12, 2024
প্রতীক
১৯৮৯ সালে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপর দুই সপ্তাহের এক স্কুলে অংশগ্রহণ করি পেরেস্লাভল জালেস্কি নামে এক জায়গায়। সেখানে বলা হয় যে মানুষ যা কল্পনা করে তা তার দেখা বাস্তবের প্রতিফলন, শুধু ভিন্ন ভাবে সাজানো। সে অর্থে সব রূপকথা, উপাখ্যান, গল্প, উপন্যাস এসবও আমাদের নিজেদের অভিজ্ঞতার বর্ণনা। আর সেটা হলে চণ্ডীতে বর্ণিত মহিষাসুর বধের কাহিনী জীবন থেকে বিচ্ছিন্ন নয়। এই মহিষাসুরকে বর্তমান যুগের স্বৈরাচারী শাসকদের প্রোটোটাইপ বলা যায় আর দেবী দূর্গা গণশক্তি কারণ বিভিন্ন দেবদেবীর সম্মিলিত ক্রোধ আর তেজ থেকেই তাঁর আবির্ভাব। সে অর্থে আজকের বাংলাদেশে দেবী দূর্গা ছাত্রজনতার প্রতিনিধি। যুদ্ধ এখনো শেষ হয়নি। শেষ পর্যন্ত কে জিতবে - আমাদের শুভবুদ্ধি নাকি আমাদের ভেতরে লুকিয়ে থাকা স্বৈরাচার সেটা সময় বলবে।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment