অনেকেই হায়হুতাশ করছে দুই টাকার মূলা আশি টাকায় কিনতে হচ্ছে বলে। মনে পড়ে গেল নব্বইয়ের দশকের সোভিয়েত ইউনিয়নের কথা। যারা ব্যবসা করত তারা বলত লাভে ক্ষতি হয়ে গেছে মানে যত লাভ হবার কথা ছিল তত হয়নি সময় মত কিনতে ও বেচতে না পারায়। ভাবুন তো ঐ সময় আশি টাকায় মূলা কিনে রাখলে আজ কত টাকার মালিক হতেন! মায়া, সবই মায়া। তবে এই মূলা ঝুলিয়ে সরকার যে জনগণকে অনেক দূর পর্যন্ত হাঁটাতে পারবে এতে কিন্তু সন্দেহ নেই।
দুবনার পথে, ১৪ অক্টোবর ২০২৪
No comments:
Post a Comment