স্বর্গের যে ছবি পাওয়া যায় তাতে সেখানে সবার জন্য আছে অঢেল খাবার, অনেক অনেক অপ্সরা আর বিনোদন। সবার সমান অন্ততঃ অপ্সরার সংখ্যা। এটা সমাজতন্ত্রের স্ফীতকায় রূপ। অন্যদিকে সাম্যবাদ হলে সবাই তার সামর্থ্য অনুযায়ী কাজ করবে আর প্রয়োজন অনুযায়ী নেবে। এখানে যে স্বাধীনতা আছে সমাজতন্ত্রে সেটা নেই যেমন নেই স্বর্গে। সোভিয়েত ইউনিয়নের পতনের পর এরকম স্বর্গের পতন তাই অমূলক নয়। আসলে যেখানেই স্বাধীনতা খর্ব হয় সেখানেই অসন্তোষ, বিদ্রোহ, পতন। দানবরা সেটা বার বার করে দেখিয়েছে।
দুবনা, ১৮ অক্টোবর ২০২৪
No comments:
Post a Comment