কোয়ান্টাম তত্ত্ব অনুযায়ী একটি কণার এক বিন্দু থেকে অন্য আরেক বিন্দুতে যাবার অসংখ্য সম্ভাব্য পথ আছে। হাজারো সম্ভাব্য পথ থাকার পরেও আমরা কোন এক নির্দিষ্ট পথে আজকের জায়গায় এসেছি। স্থান কাল পাত্র যেহেতু এক অদৃশ্য সূতায় গাঁথা তাই আমাদের আজকের সব সাফল্য ও ব্যর্থতার পেছনে পেরিয়ে আসা সবটুকু পথের অবদান অনস্বীকার্য। এই যে আমরা যারা জীবনের বেশিরভাগ সময় বাইরে কাটিয়ে দিলাম সেটা আমরা এমন বাংলাদেশে জন্ম নিয়েছি বলেই। অন্য কোথাও জন্ম নিলে আর যাই হোক ঠিক এমনটি হতাম না। এর চেয়ে ভালো যেমন হতে পারতাম তেমনি খারাপও। তাই আমাদের আজকের অবস্থানের জন্য অতীতের ঘাড়ে দোষ চাপিয়ে আত্মতুষ্টি বা আত্মগ্লানিতে না ভুগে বরং অতীত অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে নিজেদের পরিবর্তন করাই শ্রেয়। এতে অন্তত ভবিষ্যত আরেকটু অন্যরকম হবার সম্ভাবনা থাকে যদিও সেই নিশ্চিয়তা কেউই দিতে পারে না।
দুবনা, ২৬ অক্টোবর ২০২৪
No comments:
Post a Comment