Monday, October 7, 2024

রাজনীতি

আজকাল সারা বিশ্বেই রাজনীতির বাজার মন্দা। যা চলছে তা বেশিরভাগ ক্ষেত্রেই পলিট-টেকনোলজি। এর আঁতুড় ঘর আমেরিকা। তারা সেটা আগে বিভিন্ন দেশে প্রয়োগ করত এখন নিজের দেশে প্রয়োগ করছে। এই পরিস্থিতিতে আমেরিকান গণতন্ত্রের ধারণা হাস্যকর।

মস্কো, ০৭ অক্টোবর ২০২৪

No comments:

Post a Comment