বিগত কয়েক দিন ফেসবুকে পূজার ছবি দেখে ছোটবেলার কথা মনে পড়ে গেল। আসলে মূর্তি ভাঙা শুরু হতেই এখন দেবী দুর্গার আগমনী সংবাদ পাই, আগের মত আর কাউকে জিজ্ঞেস করতে হয় না। তার উপর আজ শুনলাম মণ্ডপে ইসলামি গান ও ইসলামে দাওয়াতের কথা। কেউ কেউ বলল এরা পূজা কমিটির আমন্ত্রণে মণ্ডপে এসেছিল। আমাদের দেশে, শুধু আমাদের দেশে কেন সারা বিশ্বেই এরকম অনুষ্ঠানে বিভিন্ন দল বা ধর্মের লোকজনদের আমন্ত্রণ জানানো হয়। অতিথিরা শুভেচ্ছা বক্তব্য রেখে ধন্যবাদ জানিয়ে তাদের কাজ শেষ করেন। যদি কেউ অন্যের মন্দিরে গিয়ে নিজের দল বা ধর্ম প্রচার করে সে দায়িত্ব সেসব ব্যক্তির। মনে পড়ে গেল ছোটবেলায় অঞ্জলি দেবার কথা যখন আমরা পৃথিবীর সকল প্রাণীর মঙ্গল কামনা করতাম, সবাইকে অন্ধকার থেকে আলোতে নিয়ে যেতে আবেদন জানাতাম দেবীর কাছে। এ সব প্রার্থনার মধ্যে জাতি, ধর্ম, বর্ণ এসবের কোন স্থান ছিল না। আসলে আমরা অনেকেই এখন যারা এসবে বিশ্বাস করি না নিজেদের কাজের মধ্য দিয়ে সবার মঙ্গল করার চেষ্টা করি, মানুষকে কিছুটা হলেও আলোকিত করার চেষ্টা করি। শুধু এখন জানি দেব-দেবীর কাছে প্রার্থনা করে এসব পাওয়া যাবে না, করতে হবে নিজেদের উদ্যোগে।
সবাইকে শারদীয় শুভেচ্ছা! সবার মঙ্গল হোক, সবাই আলোকিত মানুষ হোন!
দুবনা, ১১ অক্টোবর ২০২৪
No comments:
Post a Comment