২০০৮ সালে মার্কিন স্টেট সেক্রেটারি হিলারি ক্লিনটন রুশ পররাষ্ট্রমন্ত্রী সেরগেই লাভরভের সাথে সম্পর্ক রিসেটের কথা বলেন। তবে রিসেটের রুশ পেরেজাগ্রুজকা ভুল করে তিনি লেখেন পেরেগ্রুজকা যার অর্থ লোড শেডিং। পরবর্তী কালে দুই দেশের সম্পর্কের কথা আমরা জানি। সেটা শীতল যুদ্ধের শীতলতাকেও ছাড়িয়ে গেছে। ক্লিনটনের বন্ধু বলে পরিচিত প্রফেসর ইউনুস রিসেটের বাংলাদেশে কথা বলছেন। সেটা আমাদের কোথায় নিয়ে যাবে? ১৯৭১ পূর্ববর্তী আমলে নাকি ১৯৪৭ পূর্ববর্তী আমলে নাকি ১২০১ সালের আগে? রিসেট ভালো, কিন্তু সময় মত থামতে না পারলে সেটা মানব সভ্যতাকে প্রস্তর যুগে ফিরিয়ে নিতে পারে।
দুবনা, ০৩ অক্টোবর ২০২৪
No comments:
Post a Comment