Tuesday, October 1, 2024

উপলব্ধি

গাড়ির কোন গন্তব্য থাকে না, গন্তব্য থাকে চালকের। গাড়ি শুধু চালক আর আরোহীদের গন্তব্যে পোঁছে দেয়। এবারের বৈষম্য বিরোধী আন্দোলনে জনগণ গাড়ির ভূমিকা পালন করেছে। অধ্যাপক ইউনুস সহ অনেকেই অদৃশ্য চালক ও আরোহী সেজে আপনাদের কাঁধে ভর করে নিজ নিজ গন্তব্যে পৌঁছে গেছেন। তাদের মিশন সফল। যদি নিজেদের ব্যর্থ মনে করেন তাহলে আপনাদের সেই ব্যর্থতার দায় তাদের নয়, সে দায় আপনাদের সম্মিলিত গাধামির। তাদের মুক্তি দিয়ে আপনারা মুক্ত হননি, হবেন না যদি না নিজেদের মুক্তির জন্য নিজেরা ভাবেন, নিজেরাই লড়াই করেন নিজেদের ইস্যুকে সামনে এনে। মনে রাখবেন স্বতঃস্ফূর্ত আন্দোলন বলে কিছু নেই। সব আন্দোলনের পেছনেই কোন না কোন অনুঘটক থাকে, কেউ না কেউ তাতে ইন্ধন যোগায় প্রকাশ্যে বা গোপনে। তাই আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার আগে এই ইন্ধন দাতাদের মুখ ও মুখোশ সম্পর্কে খুব ভালো ভাবে জানা দরকার। আর দরকার নিজেদের শক্তি। কেউই আপনার হয়ে আপনার চাওয়া পাওয়া পূরণ করে দেবে না। অন্যের উপর নির্ভর করলে আপনার দুর্বলতা প্রকাশ পাবে আর সেই সুযোগে সুবিধাবাদীরা আপনাকে আগের চেয়ে আরও কঠিন অবস্থায় ফেলে দেবে। নিজে সচেতন ও শক্তিশালী না হলে এমনকি ছাগলের তিন নম্বর বাচ্চা হওয়াতটাও বিলাসিতা মনে হবে।

দুবনা, ০১ অক্টোবর ২০২৪

No comments:

Post a Comment