Monday, October 14, 2024

দারিদ্র্য

ধনী ও দরিদ্রের বৈষম্য বিরোধী আন্দোলনে বিশেষ অবদানের জন্য এবার নোবেল কমিটি তিন জন বিশেষজ্ঞকে সম্মানিত করল। দারিদ্র্যের উপর গবেষনা করে বিগত কয়েক দশকে অনেকেই নোবেলজয়ী হয়েছেন কিন্তু না তারা না মানবজাতি কেউই দারিদ্র্য জয় করতে পারেনি। অবস্থা দৃষ্টে মনে হয় এই লড়াইয়ে অন্ততঃ যারা পুরস্কার দেয় তারা জয়ী হতে চায় না। চাইলে মার্ক্সের দেয়া অমোঘ ওষুধ অনেক আগেই ব্যবহার করত আর সামাজিক বৈষম্য বিলোপ করতে তত্ত্বের পরিবর্তে প্রায়োগিক দিকে বেশি গুরুত্ব দিত। আগে গরীব ছিল শুধু শোষনের বিষয় এখন তারা গবেষণার বিষয়ে পরিণত হয়েছে। তাই তো দারিদ্র্য না থাকলে গবেষণা হবে কী নিয়ে? বিজয়ীদের অভিনন্দন।

দুবনা, ১৫ অক্টোবর ২০২৪

No comments:

Post a Comment