Tuesday, October 8, 2024

আস্তিকতা নাস্তিকতা

ধর্মের মূলে রয়েছে বিশ্বাস। যারা বিশ্বাস করে তারা ধার্মিক আর অবিশ্বাসীরা নাস্তিক। যদি এটাকে রাজনীতিতে আনা যায় তাহলে সরকারি দল সব সময়ই ধার্মিক আর বিরোধী দল নাস্তিক। এজন্যেই হয়তো দেশে সব সরকার বিরোধী দল ঠ্যাঙায়। তবে বিরোধী দলের দৃষ্টিতে তারা ধার্মিক আর সরকার নাস্তিক। তাই সুযোগ পেলে তারাও চড়াও হয় সরকারি দলের উপরে।

দুবনা, ০৮ অক্টোবর ২০২৪

No comments:

Post a Comment