মস্কো, ২১ অক্টোবর ২০২৪
Sunday, October 20, 2024
অবিশ্বাসী
এক বৃদ্ধকে প্রশ্ন করা হয়েছিল সুখ কী? তিনি উত্তরে বলেন এই দেশে জন্ম নিয়েছি এটাই আমার পরম সুখ। এরপর দুঃখ কী এই প্রশ্ন করা হলে তিনি উত্তর দেন এই সুখই আমার চরম দুঃখ। আমাদের দেশের রাজনৈতিক দলগুলোর অবস্থা অনেকটা এরকম। মুখে বা ঘোষণায় তারা দেশের জন্য রাজনীতি করে কিন্তু মানুষের কাছে হয় তারা ভারতের না হয় পাকিস্তানের না হয় পশ্চিমা বিশ্বের দালাল । তাদের স্বার্থে রাজনীতি করে। এর মানে দেশের সাধারণ মানুষের ভাগ্যের পরিবর্তন সম্পর্কে তাদের না আছে চিন্তা ভাবনা না আছে ইচ্ছা। ক্ষমতার লড়াইয়ে তারা বিভিন্ন লবিতে যোগ দেয়। নেতারা নিজেদের সন্তানদের বিদেশে প্রতিষ্ঠিত করে। ফলে তাদের দেশপ্রেম নিয়ে মানুষের মনে প্রশ্ন জাগে। আর দলগুলোর নেতারা ভাবে যার জন্য করি চুরি সেই বলে চোর। এদিক থেকে দেশের মানুষ একদম অবিশ্বাসী।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment