Sunday, September 29, 2024

প্রতিশ্রুতি

 বর্তমান সরকারের ব্যর্থতা (বিভিন্ন ক্ষেত্রে যে তা আছে সেটা সবাই স্বীকার করে) নিয়ে কথা বললে অনেকেই যেভাবে বিগত ১৬ বছরের দুঃশাসনের কথা শোনায় তাতে ভয় হয় বর্তমান সরকার এটাকে ১৬ বছর ব্যাপী ব্যর্থ হবার ম্যান্ডেট হিসেবে ধরে না নেয়। ভুলে গেলে চলবে না এরা এসেছে দুঃশাসন থেকে আমাদের মুক্ত করার প্রতিশ্রুতি দিয়ে, কোন অজুহাতেই সেই দুঃশাসন চালিয়ে যাবার জন্য নয়।

মস্কো, ৩০ সেপ্টেম্বর ২০২৪

No comments:

Post a Comment