গনি মিয়া গরীব কৃষক। তার নিজের জমি নেই। অন্যের জমি চাষ করে। তাতে ধান হয় পাট হয়। সে তার কিয়দংশ পায়। একবার ছেলের বিয়েতে কর্জ করে ধুমধাম করল। এখন তার দুঃখের সীমা নেই। ছোটবেলায় পড়া এই গল্প শুধু মানব জীবনে নয় রাজনৈতিক জীবনেও প্রাসঙ্গিক। বিশেষ করে বাংলাদেশের বামপন্থী দলগুলো ও বিভিন্ন প্রগতিশীল সাংস্কৃতিক সংগঠনের ক্ষেত্রে। তাদের নিজেদের ক্ষমতা নেই দেশের আর্থ-সামাজিক অবস্থার পরিবর্তন ঘটানোর। ফলে তারা প্রায়ই অন্যের বিপ্লবে ইন্ধন যোগায়। আর বিপ্লব শেষে গনি মিয়ার মত শূন্য হাতে ফিরে আসে। এবার আগস্ট বিপ্লবের পর দেশের যে অবস্থা তাতে এরা দুঃখের অসীম সাগরে ভেসে গেলেও অবাক হবার কিছু থাকবে না।
দুবনা, ১০ সেপ্টেম্বর ২০২৪
No comments:
Post a Comment