Tuesday, September 17, 2024

সাম্য

সত্যিকার সাম্য প্রতিষ্ঠা সম্ভব শুধু মাত্র এক কোষী প্রাণী ও উদ্ভিদ সমাজে। কারণ আকার আকৃতি, শারীরিক গঠন তো বটেই চাহিদা, আশা আকাঙ্ক্ষা এমনকি স্বপ্নও এদের সবার এক। তাই বৈষম্য দূর করতে হলে নিজেদের এক কোষী করুন। তাতে আপনারাও বাঁচবেন, প্রকৃতিও বাঁচবে। 

দুবনা, ১৭ সেপ্টেম্বর ২০২৪

No comments:

Post a Comment