আমরা হয় অন্ধ বিশ্বাসী না হয় অন্ধ অবিশ্বাসী। যুক্তিবাদী দাবি করেও অনেক গুরুত্বপূর্ণ প্রশ্নে অন্ধভাবে নিজেদের আবেগকে অনুসরণ করি। অন্ধ বিশ্বাসী তার অন্ধত্বের বিষয়ে সচেতন কিন্তু অন্ধ অবিশ্বাসী তার অন্ধত্ব সম্পর্কে এমনকি সন্দিহান নয়, এখানেও সে অবিশ্বাসী। ফলে ফসল ওঠে অন্যের গুদামে। অন্ধদের রাজ্যে আলো সবসময়ই অনাহুত।
দুবনা, ০৭ সেপ্টেম্বর ২০২৪
No comments:
Post a Comment