একশ আট জন সমন্বয়ক তাদের কর্মী - শিবিরের এই ঘোষণা বিজয়ের বেদীতে অর্ঘ্য হিসেবে একশ আটটি নীল পদ্মের মত। শিবির বা জামাত যদি ঘোষণা দিত যে দেশ বিদেশে বিভিন্ন প্রগতিশীল সাংস্কৃতিক ও রাজনৈতিক দল ও ব্যক্তিত্বের সরকার পতন আন্দোলনে যোগদানে বিভিন্ন ভাবে তাদের সরাসরি সংযুক্তি ছিল তাহলে মিথ্যা হলেও ওদের এ দাবি খন্ডন করা অনেকের পক্ষেই কঠিন হত। বিশ্বাস কাঁচের মত একটি জিনিস যা কোন আঠা দিয়ে জোড়া লাগানো যায় না।
মস্কো, ২৩ সেপ্টেম্বর ২০২৪
No comments:
Post a Comment