Monday, September 16, 2024

বৈষম্যের সমতার সূত্র

দেশের বর্তমান পরিস্থিতি বর্ণনা করে একজন লিখেছেন লড়াইটা মসজিদ বনাম মন্দির ছিল না, পুরুষ বনাম নারী ছিল না ... ছিল বৈষম্য বিরোধী। এটা পড়তে পড়তে আমার অক্টোবর বিপ্লবের সময়ের এক গল্প মনে পড়ল যখন গৃহকর্ত্রী বলেন আমরাও তো চাই সবাই সমান হোক ধনী হয়ে কিন্তু সবাইকে সমান করার জন্য ওরা যে সবাইকে গরীব বানাচ্ছে। এই বিপ্লব দেখছি বৈষম্য দূর করতে সবার মধ্যে সাম্য আনছে সবাইকে ইসলাম গ্রহণের ডাক দিয়ে (এমন চিঠি যাচ্ছে সীমান্ত এলাকায়) বা যা ইসলাম বিরোধী (এক অংশের ভাষায়) তা বিনাশ করে। একসময় বল প্রয়োগ করে নিজেদের রাজনৈতিক দর্শন প্রতিষ্ঠিত করলেও অবাক হবার কিছু থাকবে না। এদের কাছে সাম্য মানে তো কোন এক বিষয়ে সবার সমান হওয়া। তবে সবাই বাঙালি হলে সেট সহি হবে না, সহি মুসলমান হয়ে সাম্য প্রতিষ্ঠার পথে চলতে হবে। সাম্য নিজেও যে স্থান কাল পাত্র বিশেষে অসমান এটা বোঝাবে কে?

দুবনা, ১৭ সেপ্টেম্বর ২০২৪

No comments:

Post a Comment