Saturday, September 7, 2024

প্রাণের সুর

আমি গান গাইতে পারি না তবে পথ চলার সময় বা একা থাকলে প্রায়ই কোন কোন সুর নিজের অজান্তেই বেরিয়ে আসে। আর কখন কোন গানটা গুন গুন করে গাইব তার ওপর নিজের কোন হাত থাকে না। মানে গাইব ভেবে গাই না, গাওয়ার পরে বুঝতে পারি। ঐ গান বা সুর আমার মনের কথা বলে, ঐ সময়ে প্রাণের গভীরে যে আবেগের ঢেউ খেলে যায় গানটি তারই বহিঃপ্রকাশ।

গত কয়েক দিন একটা গানের বিভিন্ন লাইন বার বার বেরিয়ে আসছে কন্ঠ ভেদ করে আর অনেকটা গাওয়ার পরে বুঝতে পারছি এটা আমাদের আমার জাতীয় সঙ্গীত 

আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি

দুবনা, ০৭ সেপ্টেম্বর ২০২৪

No comments:

Post a Comment