Thursday, September 5, 2024

সম্পর্ক

ভারত আর পাকিস্তান হল সিয়ামিজ ট্যুইন। শরীর আলাদা হলেও পারস্পরিক বিদ্বেষ এদের কমন অঙ্গ। বাংলাদেশ হল অস্ত্রপ্রচারের মাধ্যমে পাকিস্তান থেকে জন্ম নেয়া নতুন সত্ত্বা। তবে তিনটি দেশই এক অদৃশ্য সূতায় গাঁথা - সেখানে যেমন ভালোবাসা আছে তেমনি আছে ঘৃণা। এই ভালোবাসা ও ঘৃণার জোয়ার ভাটার উপর নির্ভর করে এদের পারস্পরিক সম্পর্ক।

দুবনা, ০৫ সেপ্টেম্বর ২০২৪

No comments:

Post a Comment