হাত থাকতে মুখ কেন, মানে অযথা চেঁচামেচি না করে হাতাহাতি করা। আমরা বাক স্বাধীনতা মানে কথা বলার স্বাধীনতা চেয়েছিলাম যা পারতপক্ষে মুখের স্বাধীনতা। মানুষ তাদের স্বাভাবিক বোধ থেকে সেটা হাতের স্বাধীনতা মনে করেছে। তাই চলছে গণপিটুনি গণধোলাইয়ের দক্ষ যজ্ঞ।
দুবনা, ২০ সেপ্টেম্বর ২০২৪
No comments:
Post a Comment