Tuesday, September 3, 2024

সম্পর্ক

প্রেম করে বিয়ে ও বিয়ে পরবর্তী পারস্পরিক বোঝাপড়ার অভাবে প্রচন্ড ঝগড়া বিবাদের মধ্য দিয়ে বিবাহ বিচ্ছেদ প্রাপ্ত কিছু কিছু দম্পতি দীর্ঘদিন পরেও একদিকে একে অন্যেকে যেমন বিশ্বাসঘাতক মনে করে, অন্যদিকে তেমনি পরস্পরকে ভুলতেও পারেনা। ঘৃণা ও ভালোবাসা - এই দুইয়ের রশি টানাটানিতেই কেটে যায় বাকি জীবন। সব দেখে মনে হয় বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সম্পর্ক এরকম প্রাক্তন দম্পতির মত।

দুবনা, ০৪ সেপ্টেম্বর ২০২৪

No comments:

Post a Comment