ঘোষণা দিয়ে মাজার নয় বাংলাদেশ ধ্বংস করা হচ্ছে। এর শুরু অনেক আগে সারি জারি বাউল লালনের গান নিষিদ্ধ করার মধ্য দিয়ে। এখন চলছে কন্ট্রোল শ্যুটিং। আর আমরা নিজেরাই একসময় এতে ঘি ঢেলেছি, এখনও ঢালছি। এখন সরকারের কাছে আবেদন বৃথা। তাদের দায়িত্বই ভাঙনের কাজ সম্পন্ন করা। এটাই তাদের মিশন যেমন চুবাইসের ছিল পৃথিবীর বুক থেকে সোভিয়েত ইউনিয়নের নাম মুছে দেবার মিশন। দেশ ভাঙা মানে এর ভৌগলিক অস্তিত্ব বিনাশ করা হয়, এর আত্মিক, আধ্যাত্মিক অস্তিত্ব মানে যে সব আদর্শের উপর ভিত্তি করে দাঁড়িয়ে আছে বাংলাদেশ সেই আদর্শ মুছে ফেলা।
দুবনা, ১৩ সেপ্টেম্বর ২০২৪
No comments:
Post a Comment