রথযাত্রা, লোকারণ্য, মহা ধুমধাম
ভক্তেরা লুটায়ে পথে করিছে প্রণাম।
পথ ভাবে আমি দেব রথ ভাবে আমি,
মূর্তি ভাবে আমি দেব - হাসে অন্তর্যামী।।
ছাত্র থেকে শুরু করে কত লোক যে নিজেদের আগস্ট বিপ্লবের কুশীলব ভাবছে। এসব দেখে ওয়াশিংটনের শ্বেত প্রাসাদে কেউ কেউ মুচকি মুচকি হাসছে।
ঈশ্বর নিরাকার। তিনি সব সময়ই পর্দার আড়ালে থাকেন।
দুবনার পথে, ০২ সেপ্টেম্বর ২০২৪
No comments:
Post a Comment