আমাদের সবচেয়ে বড় সমস্যা হল শাসক বদলের সাথে সাথে সত্যেরও বদল হয়। রাষ্ট্রের কিছু সত্য যে শাসক নিরপেক্ষ সেটা কেউই মানতে রাজি নয়। ফলে বদলে যায় ইতিহাস, বদলে যায় প্রায়োরিটি, বদলে যায় ন্যারেটিভ। প্রতিটি সরকার পরিবর্তনের সাথে সাথে তার প্রধান কাজ হয় আগের সরকারের সবকিছু সমূলে উৎপাটন করা। ফলে দেশ ও জাতি হিসেবে আমাদের অবস্থা ছিন্নমূল মানুষের মত।
মস্কো, ০৯ সেপ্টেম্বর ২০২৪
No comments:
Post a Comment