অধিকাংশ মানুষের মত অধিকাংশ দেশ আসলে চাকরিজীবী। বড় হলে বা ভাগ্য প্রসন্ন হলে চাকরি কমবেশি স্থায়ী। আর ছোট দেশ হলে বা ভৌগলিক অবস্থান গুরুত্বপূর্ণ হলে এসব হয় বদলীর চাকরি। তবে নেতারা ধূর্ত হলে দেশ হয় ফ্রি ল্যান্সার। যে বেশি সুবিধা দেয় তার সেবা করে। আবার কোন কোন দেশ আমেরিকা, চীন, ভারত, রাশিয়া, ইউরোপিয়ান ইউনিয়ন ইত্যাদি বিভিন্ন কোম্পানিতে পার্ট টাইম জব করে।
মস্কো, ২২ সেপ্টেম্বর ২০২৪
No comments:
Post a Comment