Tuesday, September 3, 2024

রাজনীতি

যে ডাক্তারের রুগীরা প্রায়ই মারা যায় লোকজন সে ডাক্তারকে এড়িয়ে চলে। এসব ডাক্তার নিজের অজ্ঞতার দোষ না দিয়ে, নিজের ভুল শোধরানোর চেষ্টা না করে কপালের দোষ দেয়। ভালো ডাক্তারের রুগী যে মারা যায় না তা নয়, তবে এরপরও মানুষ তার উপর আস্থা রাখে। এসব ডাক্তার নিজের ব্যর্থতার জন্য কষ্ট পায়, চেষ্টা করে ভবিষ্যতে এসব এড়িয়ে চলতে। আমাদের দেশের বিপ্লবী দলগুলো বার বার ব্যর্থ হয়েও নতুন পথের খোঁজ করে না। তারা পুরানো স্লোগান দিয়েই সামনে চলতে চেষ্টা করে। পরিবর্তনই একমাত্র সত্য এই স্লোগান সামনে রেখে তারা আজীবন অপরিবর্তনীয়ই থেকে যায়। সমস্যা কোথায়? মুখস্থ বিদ্যায়? বিপ্লবের তত্ত্ব যান্ত্রিক ভাবে অনুসরণ করায়? নাকি রাজনীতির জন্য রাজনীতি - মানুষের জন্য নয়?

দুবনা, ০৩ সেপ্টেম্বর ২০২৪

No comments:

Post a Comment